সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তানজিলা ইসলাম ঋতুকে সভাপতি ও রিফা সাজিদাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস, বাকৃবিতে পূর্ণাঙ্গ রেলস্টেশন চালু, সপ্তাহে ৭ দিন লাইব্রেরি খোলাসহ ৯ দফা দাবি উপস্থাপন করা হয়।
এদিন বিকেল সাড়ে ৩টায় বিজয় একাত্তর পাদদেশে সম্মেলনের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অজিত দাস।
এরপর সেখান থেকে একটি শোভাযাত্রা শুরু হয়, যা কেআর মার্কেট হয়ে টিএসসি এবং জব্বারের মোড় ঘুরে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। মুক্তমঞ্চে আলোচনা সভা শুরু হয় বিকেল ৪টায়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি গৌতম করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রেমানন্দ দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. জয়দীপ ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রচারণাবিষয়ক সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, বাকৃবি শাখার স্কুলবিষয়ক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তানজিলা ইসলাম ঋতু এবং বাকৃবি শাখার সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রিফা সাজিদা।
বক্তারা শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীরণের বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগ্রাম অব্যাহত থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করেন। সেই সঙ্গে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণসহ ৯ দফা দাবি এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গৌরবময় সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।
আলোচনা সভা শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি গৌতম কর ২১ সদস্যের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
আলোচনা সভার পর বিকেল সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘চারণ সাংস্কৃতিক কেন্দ্র’-এর সংগঠকরা। গান, কবিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি
সভাপতি
তানজিলা ইসলাম ঋতু
সহসভাপতি
পৃথ্বিরাজ দাশ
হায়মা হায়দার আশা
গোবিন্দ চন্দ্র দাস
সাধারণ সম্পাদক
রিফা সাজিদা
সাংগঠনিক সম্পাদক
সঞ্জয় রায়
সহসম্পাদক
নিত্যানন্দ দাস
মো. আবদুল্লাহ আল আসিফ
দপ্তর সম্পাদক
সাজেদুল ইসলাম শুভ
অর্থ সম্পাদক
ফারাহ মাহজাবিন
প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক
তন্ময় মোদক
স্কুলবিষয়ক সম্পাদক
মাহবুবা আক্তার নাবিলা
গ্রন্থাগারবিষয়ক সম্পাদক
অর্ণব দাস
সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক
অসীম চাকমা
ক্রীড়াবিষয়ক সম্পাদক
লাবু হক
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক
উত্তম বালা
সদস্য
সাব্বির আহমেদ
মিঠুন বৈরাগী
আখতারুজ্জামান শেখ অভি
সৌমিত্র তরফদার
অনুপম রায়